*Indian Economy*✍🏻
1 পশ্চিমবঙ্গে ভূমিসংস্কার আইন পাশ হয় কবে? *1955*
2 কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিল্পের অগ্রগতির ওপর জোর দেওয়া হয়েছিল? *দ্বিতীয়*
3 Banker of the Banks? *রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া*
4 NABARD (NATIONAL BANK OF AGRICULTURE AND RURAL DEVELOPMENT) কবে প্রতিষ্ঠিত হয়? *12জুলাই 1982*
5 FEMA এর FULL form? *Foreign exchange management Act (July 2000)*
6 ICICI ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠিত হয়? *জুন 1994 ভদোদরা*
7 IMF (international Monetary Fund) কত সালে প্রতিষ্ঠিত হয়? এর হেডকোয়ার্টার *27 DEC 1945* *ওয়াশিংটন DC*
8 কোন ভারতীয় অর্থনীতিতে নোবেল পান? *অমর্ত্য সেন (1998)*
9 EXIM (Export Import Bank) কবে প্রতিষ্ঠিত হয়? *1982*
10 ভারতে কে প্রথম আয়কর ব্যবস্থা চালু করেন? *জেমস উইলসন 1860* *ইনিই প্রথম সংসদে বাজেট পেশ করেন*
11 ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক? *স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া*
12 ভারতের বৃহত্তম প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক? *ICICI BANK OF INDIA*
13 "Big Push Theory" র স্রষ্টা? *আর রোডান*
14 Per Capita income এ কোন রাজ্য প্রথম? *গোয়া*
15 Hot Money কি বোঝাতে ব্যাবহার হয়? *money which comes easily goes easily*
16 ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অর্গানাইজেশন (NSSO) এর হেডকোয়ার্টার কোথায়? *কলকাতা 1950*
17 FATHER OF Economics? *Adam smith*
18 WTO এর হেডকোয়ার্টার? *জেনেভা*
19 WTO এর পুরোনো নাম? *GATT* (GENERAL AGREEMENT OF TRAFFICS AND TRADE) 1995 সালে নাম পাল্টায়
20 RBI এর প্রতীকে কোন প্রাণীর স্কেচ ব্যাবহার করা হয়েছে? *বাঘ যা পূর্বে সিংহের স্কেচ ছিলো*
21 আমাদের দেশে বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে কে? *রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া*
22 সাম্প্রতিক কালে ডলারের অঙ্কে ভারতীয় টাকার মূল্যবৃদ্ধির ফলে কোন শিল্প সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? *আই টি*
23 মুদ্রাস্ফীতি কি কারণে হয়? *ভোগ্যপণ্যের মূল্য বেশি হলে/অর্থের সরবরাহ বৃদ্ধি ও উৎপাদন হ্রাস*
24 ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডারে আর্থিক মূল্যের পরিমানে বৃহত্তম অবদান আসে? *রত্ন ও অলংকারাদি থেকে*
25 ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা হয়েছিল তা কোথায় আবিষ্কৃত হয়েছিল? *সারনাথ*
26 ভারতে আমূল অর্থনৈতিক সংস্কার ও উদারনীতি চালু হয়েছিল? *1991 সালে*
27 কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে মেয়াদ পূর্তির এক বছর আগেই স্থগিত করে দেওয়া হয়েছিল? *পঞ্চম পরিকল্পনা*
28 Debit Credit এই word গুলি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? *ল্যাটিন*
29 'Planned Economy for India' বইয়ের লেখক? *M Vishveshwaraiya*
30 ২০১১ সালের জনগণনা অনুযায়ী সর্বনিম্ন জনসংখ্যা কোন রাজ্যে? *সিকিম*
31 কোন ব্যাঙ্ক কৃষকদের long term লোন দেয়? *ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাঙ্ক* *চেন্নাই 1929*
32 ভারতের প্রথম ব্যাঙ্ক *with limited liability* managed by Indians? *Oudh (Avadh) Commercial Bank 1881 (এর হেডকোয়ার্টার ফৈজাবাদ)*
33 ভারতের প্রথম ব্যাঙ্ক *Purely managed by Indians*? *পাঞ্জাব নাশনাল ব্যাঙ্ক (প্রতিষ্ঠিত হয়19মে1894 লাহোর, পাকিস্তান)*
34 Sales Tax *Direct/indirect* tax? *Indirect*
35 which industry is the largest? *Textile*
36 আবিদ হুসেন কমিটি কিসের সাথে যুক্ত? *Small Industry*
37 Iron Steel industry কত সালে চালু হয়? *1970 কুলটি west Bengal*
38 Indian Economy কি রকমের? *Mixed Economy*
39 প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কত সালে চালু হয়? *25 Dec 2000*
40 কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষিক্ষেত্রে উন্নয়ন ঋণাত্মক হয়েছিল? *তৃতীয়*
41 National Excise Tax দিবস কবে পালিত হয়? *24Feb*
42 'Pure Banking, Nothing Else' কোন ব্যাঙ্কের স্লোগান? *SBI*
43 আধার কার্ড পরিষেবা কোন রাজ্যে প্রথম চালু হয়? *মহারাষ্ট্র*
44 'Money Illusion' তত্বের প্রবক্তা কে? *আরউইন ফিশার*
45 মোনোপোলি business কাকে বলে? *যখন বিক্রেতার সংখ্যা এক*
46 রাবার উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? *কেরল*
47 বিশ্বের সবচেয়ে বেশি সোনা উৎপাদনকারী দেশ? *অস্ট্রেলিয়া*
48 বিশ্বের সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহারকারী দেশ? *চীন*
49 ভারতের প্রথম যোজনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? *জওহরলাল নেহেরু*
50 'এক টাকা'র নোটে কার স্বাক্ষর থাকে? *ভারতের অর্থসচিব*
No comments