Railway Group D Online Mock-8
বন্ধুরা আজকের এই পরীক্ষাতে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ অংক দিয়েছি | তোমাদের কাজ হবে অংক গুলো নির্দিষ্ট টাইমে সৎভাবে সলভ করা এবং নিজেকে যাচাই করা . আমরা প্রত্যেকে জানি যে রেলের গ্রুপ ডি পরীক্ষা অনলাইনে হবে. কম্পিউটারের সামনে বসে আমাদের পরীক্ষা দিতে হবে . হয়ত এমন হবে আমাদের জানা প্রশ্ন সময়ের অভাবে করে আসতে পারবো না কারণ আমাদের বেশি practice নেই টাই বেশি পরিমাণে এইরকম mock test যত দেবে তোমার প্র্যাকটিস ছুরির মত ধারালো হবে
___________________________________
(Online Mock Test -8)
(পরীক্ষার পূর্ণমান-20)
(পরীক্ষার প্রশ্ন সংখ্যা-10)
(পরীক্ষার সময় -10 মিনিট )
____________________________________
অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্ট করবেন কমেন্ট করলে আমরা অনুপ্রাণিত হই নতুন কিছু করার.
No comments