Railway Group D Online Mock-8
বন্ধুরা আজকের এই পরীক্ষাতে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ অংক দিয়েছি | তোমাদের কাজ হবে অংক গুলো নির্দিষ্ট টাইমে সৎভাবে সলভ করা এবং নিজেকে যাচাই করা . আমরা প্রত্যেকে জানি যে রেলের গ্রুপ ডি পরীক্ষা অনলাইনে হবে. কম্পিউটারের সামনে বসে আমাদের পরীক্ষা দিতে হবে . হয়ত এমন হবে আমাদের জানা প্রশ্ন সময়ের অভাবে করে আসতে পারবো না কারণ আমাদের বেশি practice নেই টাই বেশি পরিমাণে এইরকম mock test যত দেবে তোমার প্র্যাকটিস ছুরির মত ধারালো হবে
___________________________________
(Online Mock Test -8)
(পরীক্ষার পূর্ণমান-20)
(পরীক্ষার প্রশ্ন সংখ্যা-10)
(পরীক্ষার সময় -10 মিনিট )
____________________________________
অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্ট করবেন কমেন্ট করলে আমরা অনুপ্রাণিত হই নতুন কিছু করার.
আজকের বিষয় অংক
1. বাংলার যে জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে - নদিয়া ।
2. Bable of Tribes & Nations বলা হয় দার্জিলিং জেলা কে ।
3. বর্তমানে বাংলার জেলার সংখ্যা হল - 23টি ।
4. উত্তর - পূর্ব ভারতের প্রবেশ দ্বার বলা হয় - শিলিগুড়িকে ।
5. দক্ষিণবঙ্গের প্রবেশ দ্বার হল - ক্যানিং ।
6. ঝাড়খন্ড রাজ্যের বিচ্ছিন্ন অংশটি বাংলায় যে জেলা নামে পরিচিত - পুরুলিয়া ।
7. বাংলার ওপর লম্বভাবে সূর্যকিরণ পড়ে - 21 শে জুন ।
8. সুন্দরবন ম্যানগ্রোভ বাদাবন অবস্থিত যে জেলায় - দক্ষিণ 24 পরগনা ।
9. প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত জেলাসদর হল - আলিপুর ।
10. 'Chicken's Neck' বলা হয় - উত্তর দিনাজপুরের চোপড়াকে ।
11. 'City of Joy' বলা হয় - কলকাতাকে ।
12. বাংলার উত্তরের সমভূমি অংশ হল - বরেন্দ্রভূমি ।
13. বাংলা ও নেপাল সীমান্তে রয়েছে - সিঙ্গলিলা ।
14. বাংলার সর্বোচ্চ শৃঙ্গ - সান্দাকফু ।
15. বাংলার মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হল - গোর্গাবুরু ।
16. বাংলায় বালিয়াড়ি দেখা যায় - উত্তরের সমভূমিতে ।
17. রাঢ় সমভূমির ভূপ্রকৃতি - তরঙ্গায়িত ।18. কালিম্পঙ -এর সর্বোচ্চ শৃঙ্গ হল - ঋষিলা ।
19. বক্স গিরিখাত দিয়ে যাওয়া যায় - ভুটানে ।
20. বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ দেখা যায় - বীরভূমে ।
21. পেডং কথার অর্থ - অর্কিডের শহর ।22. তরাই শব্দের অর্থ - স্যাঁতসেঁতে ভূমি ।23. শুশুনিয়া পাহাড় অবস্থিত - বাঁকুড়া জেলায় ।
24. দার্জিলিং পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ Rail Station হল - ঘুম ।
25. রাঙামাটির দেশ বলা হয় - রাঢ় অঞ্চলকে ।
26. মথুরাখালি পাহাড় অবস্থিত - বীরভূমে ।
27. গঙ্গা দুভাগে বিভক্ত হয়েছে মুর্শিদাবাদের - ধুলিয়ানে ।
28. গঙ্গা বাংলায় প্রবাহিত হয়েছে - 520 কিমি ।
29. বাংলার প্রধান নদী - গঙ্গা ।
30. দামোদরনদকে বাংলার দুঃখ বলা হয় ।
31. দার্জিলিং - এ লাইকোপোডিয়াম চাষ হয় ।
32. মুর্শিদাবাদ রেশম চাষের জন্য বিখ্যাত ।
33. পূর্ব মেদনীপুর পান চাষের জন্য বিখ্যাত ।
34. হুগলি আলু চাষের জন্য বিখ্যাত ।
35. মংপু ও মুনসুং - এ সিঙ্কোনা চাষ হয় ।
36. কার্শিয়াং এ অর্কিড চাষ হয় ।
37. কোচবিহারের মেখলিগঞ্জ তামাক চাষের জন্য বিখ্যাত ।
2. Bable of Tribes & Nations বলা হয় দার্জিলিং জেলা কে ।
3. বর্তমানে বাংলার জেলার সংখ্যা হল - 23টি ।
4. উত্তর - পূর্ব ভারতের প্রবেশ দ্বার বলা হয় - শিলিগুড়িকে ।
5. দক্ষিণবঙ্গের প্রবেশ দ্বার হল - ক্যানিং ।
6. ঝাড়খন্ড রাজ্যের বিচ্ছিন্ন অংশটি বাংলায় যে জেলা নামে পরিচিত - পুরুলিয়া ।
7. বাংলার ওপর লম্বভাবে সূর্যকিরণ পড়ে - 21 শে জুন ।
8. সুন্দরবন ম্যানগ্রোভ বাদাবন অবস্থিত যে জেলায় - দক্ষিণ 24 পরগনা ।
9. প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত জেলাসদর হল - আলিপুর ।
10. 'Chicken's Neck' বলা হয় - উত্তর দিনাজপুরের চোপড়াকে ।
11. 'City of Joy' বলা হয় - কলকাতাকে ।
12. বাংলার উত্তরের সমভূমি অংশ হল - বরেন্দ্রভূমি ।
13. বাংলা ও নেপাল সীমান্তে রয়েছে - সিঙ্গলিলা ।
14. বাংলার সর্বোচ্চ শৃঙ্গ - সান্দাকফু ।
15. বাংলার মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হল - গোর্গাবুরু ।
16. বাংলায় বালিয়াড়ি দেখা যায় - উত্তরের সমভূমিতে ।
17. রাঢ় সমভূমির ভূপ্রকৃতি - তরঙ্গায়িত ।18. কালিম্পঙ -এর সর্বোচ্চ শৃঙ্গ হল - ঋষিলা ।
19. বক্স গিরিখাত দিয়ে যাওয়া যায় - ভুটানে ।
20. বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ দেখা যায় - বীরভূমে ।
21. পেডং কথার অর্থ - অর্কিডের শহর ।22. তরাই শব্দের অর্থ - স্যাঁতসেঁতে ভূমি ।23. শুশুনিয়া পাহাড় অবস্থিত - বাঁকুড়া জেলায় ।
24. দার্জিলিং পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ Rail Station হল - ঘুম ।
25. রাঙামাটির দেশ বলা হয় - রাঢ় অঞ্চলকে ।
26. মথুরাখালি পাহাড় অবস্থিত - বীরভূমে ।
27. গঙ্গা দুভাগে বিভক্ত হয়েছে মুর্শিদাবাদের - ধুলিয়ানে ।
28. গঙ্গা বাংলায় প্রবাহিত হয়েছে - 520 কিমি ।
29. বাংলার প্রধান নদী - গঙ্গা ।
30. দামোদরনদকে বাংলার দুঃখ বলা হয় ।
31. দার্জিলিং - এ লাইকোপোডিয়াম চাষ হয় ।
32. মুর্শিদাবাদ রেশম চাষের জন্য বিখ্যাত ।
33. পূর্ব মেদনীপুর পান চাষের জন্য বিখ্যাত ।
34. হুগলি আলু চাষের জন্য বিখ্যাত ।
35. মংপু ও মুনসুং - এ সিঙ্কোনা চাষ হয় ।
36. কার্শিয়াং এ অর্কিড চাষ হয় ।
37. কোচবিহারের মেখলিগঞ্জ তামাক চাষের জন্য বিখ্যাত ।
1. সুভাষচন্দ্র বসুর জন্ম=২৩শে জানুযারি ১৮৯৭.কটক,উড়িষ্যা
2. সুভাষচন্দ্র বসুর বাবা=জানকীনাথ বসু
3. সুভাষচন্দ্র বসুর মাতা=প্রভাবতী দেবী
4. সুভাষচন্দ্র বসুর বাসস্থান ছিল=এলগিন রোড,কোলকাতা
5. সুভাষচন্দ্র বসুর শিক্ষা=দর্শনে স্নাতক
6. সুভাষচন্দ্র বসুর কলেজ=স্কটিশ চার্চ
7. সুভাষচন্দ্র বসুর উচ্চশিক্ষা=কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
8. সুভাষচন্দ্র বসু সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ Rank করে পাস করেন=1920
9. সুভাষচন্দ্র বসু সিভিল সার্ভিস হিসাবে চাকুরিতে যোগদেন=1921
10. সুভাষচন্দ্র বসু সিভিল সার্ভিস চাকুরি থেকে পদত্যাগ করেন=1921
11. সুভাষচন্দ্র বসুর কর্মজীবন=কোলকাতা পৌর সংস্থায় কাজ করতেন(1924)
12. সুভাষচন্দ্র বসুকে ব্রিটিশরা প্রথম বন্দী করে=1925
13. সুভাষচন্দ্র বসুকে ব্রিটিশরা কতবার বন্দী করে=11বার
14. সুভাষচন্দ্র বসু জেলে বন্দী অবস্থায় কোন রোগে আক্রান্ত হন=যক্ষ্মারোগে
15. সুভাষচন্দ্র বসুকে ব্রিটিশরা ইউরোপে নির্বাসিত করে=1930
16. সুভাষচন্দ্র বসু গান্ধী-আরইউন চুক্তি বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন=1931
17. সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু ছিলেন=চিত্তরঞ্জন দাশ
18. সুভাষচন্দ্র বসুর আদর্শ ছিলেন=বিবেকানন্দ
19. সুভাষচন্দ্র বসুর পেশা ছিল=রাজনীতি
20. সুভাষচন্দ্র বসুর পরিচিত=স্বাধীনতা সংগ্রামী,INA-র সর্বাধিনায়ক
21. সুভাষচন্দ্র বসুর উপাধি=নেতাজী এবং দেশনায়ক
22. সুভাষচন্দ্র বসুর স্ত্রীর নাম=এমিলি শেঙ্কল(1937-এ বিবাহ)
23. সুভাষচন্দ্র বসুকে নেতাজী এবং দেশনায়ক উপাধি দেন=রবীন্দ্রনাথ ঠাকুর
24. সুভাষচন্দ্র বসুর প্রথম জীবনের রাজনৈতিক দল ছিল=ভারতীয় জাতীয় কংগ্রেস
25. সুভাষচন্দ্র বসু কতবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন=দুবার
26. সুভাষচন্দ্র বসু প্রথম কতসালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন=1938
27. জাতীয় পরিকল্পনা পরিষদ গঠনের প্রস্তাব দেন=1938
28. সুভাষচন্দ্র বসু দ্বিতীয়বার কবে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন=1939
29. 1939 সালে গান্ধীজীর কাকে পরাজিত করে সুভাষচন্দ্র কংগ্রেসের সভাপতি হন=পট্টভি সীতারামাইয়া
30. সুভাষচন্দ্র বসু কতসালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি থেকে পদত্যাগ করেন=1939
31. সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি থেকে পদত্যাগ করে নিজের কোনদল গঠন করেন=ফরওয়ার্ড ব্লক
32. সুভাষচন্দ্র বসু কতসালে নিজের ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন=1939
33. আফগানিস্থান ও সোভিয়েত ইউনিয়ন হয়ে জার্মানী যান=1941
34. আজাদহিন্দ ফৌজের সর্বাধিনায়কের দায়িত্ব পান=1943
35. সুভাষের আজাদহিন্দ ফৌজের ধ্বনি ছিল=”জয়হিন্দ” এবং “দিল্লি চলো”
36. জার্মানী ত্যাগ করেন=1943
37. জার্মানী ও জাপানী সাবমেরিনে সিঙ্গাপুর গমন করেন=1943
38. সিঙ্গাপুরে স্বাধীন আজাদহিন্দ সরকার গঠন করেন=1943
39. দিল্লির লালকেল্লা দখলের উদ্দেশ্য “দিল্লি চলো” এই ধ্বনি তোলেন=1943
40. আজাদহিন্দ ফৌজ ব্রহ্মদেশ দখল করে=1944
41. “তোমরা আমায় রক্ত দাও,আমি তোমাদের স্বাধীনতা দেব”-এই বিখ্যাত উক্তি করেন=1944
42. ইম্ফল ও চট্টোগ্রাম দখল করেন=1945
43. সুভাষের নেতৃত্বে স্বাধীন আজাদহিন্দ সরকার স্থায়ী হয়=1945 পর্যন্ত
44. সরকারি মতে সুভাষচন্দ্র বসুর মৃত্যু=18ই Aug.1945.
45. সরকারি মতে সুভাষচন্দ্র বসুর মৃত্যুর কারন=তাইওয়ানে বিমান দুর্ঘটনা
46. সরকারি মতে সুভাষচন্দ্র বসুর সমাধি=রেনকোজি মন্দির
47. সুভাষচন্দ্র বসুর নামে বিমান বন্দর=দমদমে নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দর
48. সুভাষচন্দ্র বসুর নামে স্টেডিয়াম=কোলকাতায় নেতাজী ইন্ডোর স্টেডিয়াম
49. সুভাষচন্দ্র বসুর নামে বিশ্ববিদ্যালয়=নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়
50. সুভাষচন্দ্র বসুর কিছু গ্রন্থ=1)The India Struggle.2)Alternative Leadership.3)Ideas of Nation.4)Jaruri kichu Katha.5)Taruner Swapna.6)Selected Speechs.7)Netaji for You.8)S.C.Bose Samagra.9)Life and Times of S.C.Bose.10)Letters to Emilie Schenkl.11)S.C.Bose agenda for Azad Hind.12)Cholo Delhi.13)In Bermese Prisons.14) S.C.Bose Ki Aatmkatha.15)Essential Writing of Netaji Subhas Bose.ইত্যাদি.
#gkboi
www.gkboi.com
হ্যালো বন্ধুরা এই পোষ্টের মধ্যে যে বইগুলো আছে যে বইগুলো খুব গুরুত্বপূর্ণ বই. আমি এই পোষ্টের মধ্যে মাধ্যমিক লেভেল এর ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান . এই গুরুত্বপূর্ণ বইয়ের পিডিএফ দেব. এই বইগুলো মাধ্যমিকের সাজেশন আর তার সাথে সাথে আমাদের চাকরির পরীক্ষার capsule. তোমাদেরকে বলব এই বইগুলো তোমরা ডাউনলোড করে নাও
এই ভূগোল বই টা ডাউনলোড করে নিতে পারো
Subscribe to:
Posts (Atom)